দ্য রিপোর্ট প্রতিবেদক : স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২৯ মার্চ ‘৬ষ্ঠ জাতীয় শিক্ষক সমাবেশ’ অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর মূল অনুষ্ঠানটি ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। মিলনায়তনের বাইরে আরও দুটি প্যান্ডেল করা হবে।

সোমবার জাতীয় প্রেস ক্লাবে স্বাশিপ আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি ড. আব্দুল মান্নান চৌধুরী সংবাদমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেন।

এসময় তিনি বলেন, স্বাশিব সরকারকে সাহায্য করতে চায়। নিজেরদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি উল্লেখ করে তিনি বলেন, সমাবেশে আমরা সরকারের কাছে আমাদের যৌক্তিক দাবিসমূহ জানাবো। সমাবেশে সারাদেশ থেকে ১০ থেকে ১২ হাজার শিক্ষক অংশগ্রহণ করবেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো আব্দুর রাজ্জাক এমপি এবং বিশেষ অতিথি হিসেবে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে সংগঠনটি দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে।

(দ্য রিপোর্ট/এএস/এপি/মার্চ ২৭, ২০১৭)