খুলনা প্রতিনিধি : খুলনায় অস্ত্র মামলায় ওষুধ কোম্পানির কর্মকর্তাসহ ২ জনকে ১৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৭ মার্চ) দুপুরে খুলনার জন নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এসএম সোলায়মান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ওষুধ কোম্পানির অ্যাসিসটেন্ট অফিসার (ডিস্ট্রিবিউশন) নাহিদ নেওয়াজ খান (৩৩) এবং মো. সুমন শেখ (২৪)।

মামলার বিবরণে জানা যায়, র‌্যাব-৬ খুলনার সদস্যরা ২০১২ সালের ১ সেপ্টেম্বর খুলনা মহানগরীর দৌলতপুর থানার দেয়ানা পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় একটি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও একটি মটরসাইকেলসহ স্থানীয় দৌলতপুর পাবলা দফাদার পাড়ার মো. জহুর শেখের ছেলে সুমন শেখ এবং গাইকুড় কৃষি কলেজ এলাকার মৃত আবু সেলিম খানের ছেলে ওষুধ কোম্পানির কর্মকর্তা নাহিদ নেওয়াজ খানকে গ্রেফতার করে। এই ঘটনায় র‌্যাবের ডিএডি বিদ্যুৎ চন্দ্র দে বাদি হয়ে দৌলতপুর থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মেহেদী হাসান একই বছরের ২৯ সেপ্টেম্বর ২ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। মোট ১৬ জন স্বাক্ষীর ৯ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত সোমবার এ রায় ঘোষণা করেন।

(দ্য রিপোর্ট/এমএইচএ/মার্চ ২৭, ২০১৭)