গুরুদাসপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার
নাটোর প্রতিনিধি : জেলার গুরুদাসপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী গুরুদাসপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আয়নাল হক তালুকদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে জেলা বিএনপি।
দল থেকে বহিষ্কারের ১২ দিন পর রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে হাইকমান্ডের নির্দেশে জেলা সাধারণ সম্পাদক আমিনুল হক লিখিতভাবে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন।
দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হওয়ায় ১১ ফেব্রুয়ারি তাকে বহিষ্কার করে সংগঠনটি।
গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি অধ্যাপক মোজাম্মেল হক বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন।
(দ্য রিপোর্ট/এনএইচ/ইইউ/এসবি/এজেড/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)