গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ থানা পুলিশের এক সাব ইন্সপেক্টর ও ৩ পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (২৭ মার্চ) দুপুরে কালীগঞ্জ থানার ওই ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার করে গাজীপুর পুলিশ লাইনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ সদস্য প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ।

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন- কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক জামিল উদ্দিন রাশেদ (৩০), কনস্টেবল জিয়াউর রহমান (৩২), নজরুল ইসলাম (৫৮), মো. মনির হোসেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ জানান, ২৪ মার্চ (শুক্রবার) রাত সাড়ে ১০টার দিকে কালীগঞ্জ থানার এসআই জামিল উদ্দিন রাশেদের নেতৃত্বে ওই তিন কনস্টেবল উপজেলার তুমলিয়া ইউনিয়নের দড়িপাড়া গ্রামের খ্রিস্টানপল্লীতে সাদা পোশাকে অভিযান চালায়। এ সময় পুলিশের সাথে এলাকাবাসীর সংঘর্ষ হয়। এতে পুলিশের ৬ সদস্য ও ৯ গ্রামবাসী আহত হয়। এ ঘটনার দুই দিন পর সোমবার দুপুরে পুলিশের ওই এসআই ও ৩ পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ দত্ত জানান, প্রশাসনিক কারণে ওই এসআই ও তিন কনস্টেবলকে ক্লোজড করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএইচএ/এপি/মার্চ ২৭, ২০১৭)