জুবায়ের হত্যা মামলায় ৬ আসামির জামিন বাতিল
দ্য রিপোর্ট প্রতিবেদক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের হত্যা মামলার সাক্ষীকে মারধর ও হুমকি দেওয়ার ঘটনায় রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ৬ আসামির জামিন বাতিল করেছে আদালত।
ঢাকা দ্রুতবিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক এবিএম নিজামুল হক রবিবার এ আদেশ দেন। আসামিরা জামিন বাতিলের খবর শুনে আদালত চত্বর থেকে পালিয়ে যান।
যাদের জামিন বাতিল হল তারা হলেন- খন্দকার মাসুদুল ইসলাম, রাশেদুল ইসলাম, খান মোহাম্মদ রইস, মাহবুব আকরাম, ইসতিয়াক আরুফ ও জাহিদ হাসান।
উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি সাক্ষীরা সাক্ষ্য দিতে এলে তাদের মারধর ও ভয়ভীতি দেখানো হয়। এর পরিপ্রেক্ষিতে কোতোয়ালি থানায় একটি জিডি (নং ৭২৬) করা হয়।
প্রসঙ্গত, ২০১২ সালের ৮ জানুয়ারি বিকেলে জুবায়ের আহমেদকে প্রতিপক্ষ ছাত্রলীগের নেতাকর্মীরা কুপিয়ে জখম করে। পরদিন ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জুবায়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসিক হলের ছাত্র ছিলেন। তার বাড়ি পটুয়াখালী জেলার কলাপাড়ায়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে আশুলিয়া থানায় ১৩ জনকে আসামি করে মামলাটি দায়ের করে।
(দ্য রিপোর্ট/জেএ/এফএস/এসবি/এজেড/ফেব্রুয়রি ২৩, ২০১৪)