দ্য রিপোর্ট ডেস্ক : অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড উপকূলে ঘন্টায় ২৬৩ কিমি গতিবেগে সাইক্লোন ডেব্বি হানা দিয়েছে। জনপ্রিয় অবকাশ যাপনের এই এলাকাটি থেকে ২৫ হাজার বাসিন্দাকে সরে যেতে বলা হয়েছে।

বিবিসির খবরে বলা হয়, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ২টায় ক্যাটাগরি ৪ মাত্রার সাইক্লোন ডেব্বি মূল ভূখণ্ডে হানা দিতে পারে।

প্রায় ২৩ হাজার ঘরবাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এবং বিভিন্ন জায়গাতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ২০১১ সালে সাইক্লোন ইয়াসির পর এটি হতে যাচ্ছে সবচেয়ে মারাত্মক ঝড়।

অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো থেকে বলা হয় সাইক্লোনটি ‘খুবই ধ্বংসাত্মক ক্ষমতাসম্পন্ন’ এবং এটি এরই মধ্যে হুইটসানডে দ্বীপপুঞ্জে চলে এসেছে।

বাতাসের গতিবেগ নিয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, ‘বাতাস এত জোরে বইছে যেন দ্রুতগামী মালবাহী ট্রেন ডান বামে উড়ে উড়ে আসছে!’

(দ্য রিপোর্ট/এআরই/এনআই/মার্চ ২৮, ২০১৭)