সন্দ্বীপে যুবলীগ কর্মীকে ছুরিকাঘাতে হত্যা
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় মো. হোসেন নামে এক যুবলীগ কর্মীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২৭ মার্চ) রাতে উপজেলার গাছুয়া ইউনিয়নে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ মঙ্গলবার (২৮ মার্চ) সকালে লাশ উদ্ধার করে।
নিহত হোসেন গছুয়া ইউনিয়নের কাবিলেরগো বাড়ির নুরুল আলমের ছেলে।
জেলা পুলিশের সীতাকুণ্ড সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রেজাউর রহমান বিষয়টি দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন। তিনি বলেন, ব্যক্তিগত শত্রুতা অথবা ব্যবসায়িক দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। যুবলীগের দুই গ্রুপের দীর্ঘদিনের বিরোধের জের ধরেও এ হত্যাকাণ্ড হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখা হবে।
(দ্য রিপোর্ট/কেএনইউ/এমকে/মার্চ ২৮, ২০১৭)