‘স্বাস্থ্য খাতে বাজেট বাড়াতে হবে’
দ্য রিপোর্ট প্রতিবেদক : দাতা সংস্থার ওপর নির্ভর করে স্বাস্থ্যসেবা এগিয়ে নেওয়া যাবে না, এ জন্য এ খাতে বাজেট বরাদ্দ বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। পাশাপাশি বরাদ্দকৃত টাকার সঠিক ব্যবহার করতে হবে বলেও জানান তিনি।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে (চামেলী হাউস) রবিবার দুপুরে স্বাস্থ্য জনসংখ্যা ও পুষ্টিখাতে প্রয়োজনভিত্তিক সম্পদ বণ্টনবিষয়ক জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
নাসিম আরও বলেন, ‘অপ্রয়োজনীয় অনেক খাতে সরকার অর্থ বরাদ্দ করে থাকে। কিন্তু স্বাস্থ্যসেবার অধিকার জনগণের মৌলিক অধিকার হওয়ার পরও এ খাতে প্রয়োজনের তুলনায় বরাদ্দ কম। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে যুদ্ধ করে হলেও এ খাতে বরাদ্দ বাড়াব।’
বিশেষ অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালিক বলেন, ‘স্বাস্থ্য খাতে আমরা অনেক ভালো কাজ করেছি। তবে এ খাতে আরও ব্যয় বাড়ানো প্রয়োজন। কেননা এখনও আমাদের স্বাস্থ্য ব্যবস্থ্য খুব ভালো না।’
কর্মশালায় সভাপতির বক্তব্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব এমএম নিয়াজউদ্দিন বলেন, ‘ভবিষ্যতে আমরা স্বাস্থ্য খাতে আরও বেশি সেবা দেওয়ার লক্ষ্যে কাজ করছি। আশা করি আমরা এ প্রয়োজনভিত্তিক সম্পদ বণ্টনের মাধ্যমে সেবার মান বাড়াতে পারব।’
কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক আসাদুল ইসলাম। প্যানেল আলোচক ছিলেন সাবেক সচিব এমএম রেজা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের পরিচালক নাহিদ জাহান। পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক গণেশ চন্দ্র সরকারসহ মন্ত্রণালয় ও বিভিন্ন অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(দ্য রিপোর্ট/এসআর/এসবি/শাহ/ফেব্রুয়ারি ২৩,২০১৪)