লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার বিদ্যুৎ বিতরণ বিভাগের মূল গ্রিডের ১৩৩ কেভিতে আগুন লেগেছে। সদর উপজেলার সাপটানায় অবস্থিত মূল গ্রিডে মঙ্গলবার (২৮ মার্চ) দুপুর ২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে লালমনিরহাট ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় লালমনিরহাট জেলার ৫টি উপজেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অগ্নিকাণ্ডে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখছেন বিদ্যুৎ কর্মকর্তারা। তবে বড় ধরনের কোন হতাহতের ঘটনা ঘটেনি। কীভাবে আগুন লাগলো তা এখনো সঠিকভাবে জানে না কর্তৃপক্ষ।

এ বিষয়ে লালমনিরহাট পল্লীবিদ্যুৎ বিভাগের ব্যবস্থাপক রেজ্জাকুল ইসলাম দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, ফায়ারসার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে।পাটগ্রাম উপজেলার একটি লাইনে সমস্যার কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে খুব শিগগিরই বিদ্যুৎ সংযোগ সচল হবে বলে আশা করা হচ্ছে।

(দ্য রিপোর্ট/একেএ/এপি/মার্চ ২৮, ২০১৭)