নড়াইল প্রতিনিধি : মানহানীর একটি মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মালামাল ক্রোকের নির্দেশ দিয়েছেন নড়াইলের আমলি আদালত।

সিনিয়র জুডিসিয়াল আদালতের বিচারক মো. জাহিদুল আজাদ মঙ্গলবার (২৮ মার্চ) সকালে এ আদেশ দিয়েছেন।

আদালত সুত্রে জানা যায়, ২০১৪ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ইংল্যান্ডের ইস্ট লন্ডনের এন্ট্রিয়াম ব্যাংকওয়েট হলে যুক্তরাজ্য বিএনপির এক সভায় তারেক রহমান বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজাকার ও পাকবন্ধু’ বলেন। বিষয়টি বিভিন্ন পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত হয়।

তারেক রহমানের এমন বক্তব্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বপক্ষের জনগণ বিস্মিত হন এবং মান-সম্মান ক্ষুন্ন হওয়ায় নড়াইল জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল মাহমুদ তুফান বাদি হয়ে ২০১৪ সালের ২২ ডিসেম্বর নড়াইলের আমলি আদালতে মানহানীর মামলা করেন। মামলাটি আমলে নিয়ে বিজ্ঞ বিচারক সমন জারি করেন। পরবর্তীতে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও মালক্রোকের নির্দেশ দেন।

মামলায় বাদিপক্ষের আইনজীবী উত্তম কুমার ঘোষ জানিয়েছেন, মালামাল ক্রোকের নির্দেশ মামলায় উল্লেখিত ঠিকানায় প্রেরণের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া মামলার ধার্যকৃত দিনে (৩০ মে) আসামি তারেক রহমানকে আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/একেএ/জেডটি/মার্চ ২৮, ২০১৭)