কুমিল্লা প্রতিনিধি : জেলার চান্দিনা উপজেলায় পিকআপভ্যানের চাপায় মো. কায়কোবাদ (৩৮) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। চান্দিনার গেটসংলগ্ন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

মো. কায়কোবাদ চান্দিনা কেরনখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলার মুরাদনগর উপজেলার মেটাংঘর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

আহতরা হলেন- গোবিন্দপুর আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও দেবিদ্বার উপজেলার সূর্যপুর গ্রামের আব্দুল করিম ভূঁইয়ার ছেলে ফয়েজুর রহমান ভূঁইয়া ও চান্দিনার মধুসাইর গ্রামের রিকশাচালক আব্দুর রব।

ময়নামতি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, সকাল পৌনে ১০টার দিকে চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষাকেন্দ্রে পর্যবেক্ষকের দায়িত্ব পালনের জন্য কায়কোবাদ ও তার সহকর্মী ফয়েজুর রহমান ভূঁইয়া চান্দিনা বাসস্ট্যান্ড এলাকা থেকে রিকশাযোগে রওনা হন। এ সময় একটি পিকআপভ্যান তাদের রিকশাকে পেছন থেকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

(দ্য রিপার্ট/জেপি/ইইউ/এসবি/এজেড/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)