দ্য রিপোর্ট প্রতিবেদক : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী বিক্ষোভ মিছিল করেছে ঢাকা উত্তর মহানগর ছাত্রলীগ। এতে বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন।

রাজধানীর ফার্মগেটে মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ এ বিক্ষোভ মিছিল বের করে। এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সৈয়দ মিজানুর রহমান। উপস্থিত ছিলেন সহ সভাপতি ইসমাঈল হোসেন তপু, রেজাউল হক রুম্মনসহ সংগঠনের নেতাকর্মীরা।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে সৈয়দ মিজানুর রহমান বলেন, ‘আপনি ২০১৩, ২০১৪ সালের কথা ভুলে যেতে পারেন কিন্তু আমরা ভুলি নাই। আপনি যখন মানুষ পুড়িয়ে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছিলেন, তখন ছাত্রলীগ সাধারণ ছাত্রদের সঙ্গে নিয়ে আপনাকে রাজপথে প্রতিহত করেছে। এখন আবার জঙ্গিদের সঙ্গে নিয়ে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছেন। কিন্তু আপনার সেই আশা কখনোই পূরণ হবে না। অতীতের মতো এবারও ছাত্রলীগ মাঠে আছে, থাকবে।’

তিনি বলেন, ছাত্রলীগের দুই ভাইকে সিলেটে জঙ্গিরা বোমা হামলা করে হত্যা করেছে। এর বদলা রাজপথেই নেওয়া হবে। জঙ্গিদেরকে নির্মূল না করা পর্যন্ত ছাত্রলীগের নেতা-কর্মীরা ঘরে ফিরবে না।’

(দ্য রিপোর্ট/এমএইচ/এপি/এনআই/মার্চ ২৮, ২০১৭)