পাবনা প্রতিনিধি : পাবনায় ‘জাতীয় পর্যায়ে মোবাইল অ্যাপ্লিকেশন উন্নয়নে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি কর্মসূচি’ বিষয়ক ৫ দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত এই কর্মশালা রবিবার সকাল সাড়ে ১০টায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়।

প্রধান অতিথি হিসেবে কর্মশালা উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ড. ফারুক আহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট নবীর উদ্দিন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলার সহকারী কমিশনার (শিক্ষা ও আইসিটি) মাহফুজুল আলম মাসুম, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি শফিউল আজম, বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন।

কর্মশালাটি সার্বিক পরিচালনা করছেন বাস্তবায়নকারী সংস্থা নিউ জোন টেকনোলজির পরিচালক মোহাম্মদ আলী আকবর।

(দ্য রিপোর্ট/এমএসআর/ইইউ/এমসি/শাহ/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)