দ্য রিপোর্ট প্রতিবেদক : কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

দ্য রিপোর্ট টেুয়েন্টিফোর ডটকমের নিজস্ব ফটোসাংবাদিক সুমন্ত চক্রবর্তীর ক্যামেরায় ধরা পড়েছে ভোটের খণ্ডচিত্র। সেসব চিত্র তুলে ধরা হলো-

ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন।

নির্বাচনী আমেজে মুখর এলাকাগুলো।

নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচনী এলাকায় প্রচুর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এরইমধ্যে নগরীতে মোতায়েন করা হয়েছে বিজিবি।

কুমিল্লা সিটি কলেজ কেন্দ্রে ইট-পাটকেল পড়ে থাকতে দেখা গেছে।

ভোটার নম্বর মিলিয়ে নিচ্ছেন ভোটাররা।

(দ্য রিপোর্ট/এআরই/এমকে/এনআই/মার্চ ৩০, ২০১৭)