দ্য রিপোর্ট প্রতিবেদক : পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘উন্নয়নের জন্য মূল জিনিস হচ্ছে দেশের মানুষ। এই মানুষ যখন বেশি বেড়ে যায় তখনও দায় সৃষ্টি করে, আবার কমে গেলেও দায় সৃষ্টি করে। কাজেই আমাদের ভাবতে হবে- উন্নয়নের পথে এগিয়ে যেতে কতটুকু জনসংখ্যা দরকার। ভাবতে হবে আগামী ৫০ বছরে উন্নয়ন কি হবে, সে অনুযায়ী পরিকল্পনা নিতে হবে।’

রাজধানীর শেরে বাংলা নগরের এন ই সি সম্মেলন কক্ষে রবিবার সকাল সাড়ে ১১টায় জনসংখ্যা স্থিতিশীলতার প্রয়োজনীয়তার উপর আয়োজিত কর্মশালায় তিনি এ সব কথা বলেন।

সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম ও পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য আব্দুল মান্নান হাওলাদার।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন- সাউথ এশিয়ার ইনস্টিটিউট ফর আডভান্সড স্টাডিস এর ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ এ মাহবুব। বক্তব্য দেন প্রফেসর কবির, ঢাবির সহযোগী অধ্যপক রবিউল ইসলাম ও বেল্লাল হোসেন, বিবিএস এর আমিনুল বর চেীধুরী প্রমুখ।

ভূঁইয়া সফিকুল ইসলাম বলেন, ‘আলেম সমাজ জনসংখ্যা নিয়ন্ত্রণে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। দেশের শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করতে হবে। তাহলেই জনসংখ্য নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে।’

(দ্য রিপোর্ট/জেজে/এসবি/এএইচ/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)