পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের দেবীগঞ্জে জাম’আতুল মোজাহেদিনের (জেএমবি) তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

দেবীগঞ্জ ও কালিগঞ্জ বাজার থেকে বুধবার(২৯ মার্চ) গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি জিহাদী বই উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- দেবীগঞ্জ উপজেলা শহরের সবুজপাড়া এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে আব্দুর রাজ্জক (২২), একই উপজেলার দন্ডপাল ইউনিয়নের কালিগঞ্জ এলাকার আব্দুর রহমানের ছেলে মমিনুল ইসলাম (৩৫) এবং পামুলী ইউনিয়নের অলিউদ্দিনের ছেলে নুর আলম (৪০)।

পুলিশ সূত্রে জানা যায়, নাশকতার পরিকল্পনা করছিল, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে দেবীগঞ্জ বাজার থেকে জেএমবি সদস্য আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মমিনুল ও নুর আলমকে কালিগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

দেবীগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু খায়ের গ্রেফতারের বিষয়টি নিশ্চত করে দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেফতারকৃতরা তালিকাভূক্ত জেএমবি সদস্য এবং তারা একাধিক মামলার আসামি। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

(দ্য রিপোর্ট/একেএ/এমকে/মার্চ ৩০, ২০১৭)