দ্য রিপোর্ট প্রতিবেদক : সংগঠনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক নূরুল আলম নূরুকে হত্যা করার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালনের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল।

ছাত্রদলের দফতর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত এক বার্তায় বৃহস্পতিবার (৩০ মার্চ) এ কর্মসূচি ঘোষণা করা হয়।

বার্তায় বলা হয়, ‘ছাত্রদল কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক নূরুল আলমকে চট্টগ্রাম মহানগরীর চকবাজারস্থ গণি বেকারী সংলগ্ন বাসা থেকে বুধবার রাত ১১.৩০ মিনিটে রাউজানের নোয়াপাড়া থানার এস আই জাভেদের নেতৃত্বে তুলে নিয়ে গভীর রাতে রাউজান থানার কুইপাড়া খেয়াঘাট এলাকায় কর্ণফুলী নদীর পাড়ে মাথায় গুলি করে তাকে হত্যা করা হয়।’

এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান।

বার্তায় আরও বলা হয়, ‘আগামী ২ এপ্রিল রবিবার দেশের সকল জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয় ইউনিটসমূহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।’

বিবৃতিতে নেতৃদ্বয় বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন স্থানে বেআইনি গুম, ক্রসফায়ার ও বন্দুকযুদ্ধের নামে বিচার বহির্ভূত হত্যাকান্ড অব্যাহত রেখেছে। জঙ্গি ধোয়া তুলে সাধারণ মানুষদের নিয়ে খেলা এই অবৈধ সরকারের নগ্ন মুখোশ ধীরে ধীরে দেশবাসীর সামনে উন্মোচিত হচ্ছে। চট্টগ্রামে ছাত্রদল নেতাকে নিষ্ঠুর ও নির্মমভাবে ক্রসফায়ারের মাধ্যমে হত্যা প্রমাণ করে পরিকল্পিতভাবে জঙ্গিবাদের ধোয়া তুলে এই সরকার আসলে তার আড়ালে বিরোধী পক্ষের নেতা-কর্মীদের হত্যার নীলনকশা বাস্তবায়ন করছে।’

নেতৃদ্বয় আরও বলেছেন, ‘সারাদেশে ছাত্রলীগ গুন্ডারা তান্ডব চালাচ্ছে, আওয়ামী গুন্ডারা দেশটাকে ত্রাসের স্বর্গরাজ্যে পরিণত করলেও তারা সর্বত্র বহাল তবিয়তে আছে। আর কোনো কারণ ছাড়াই আমাদের নিরীহ ছাত্রনেতা নূরুকে ক্রসফায়ারের মাধ্যমে হত্যা করা হলো। তাকে সুস্থ মস্তিষ্কে হত্যার মাধ্যমে একটি পরিবারকে সর্বস্বান্ত করা হলো। আর আবারও দেশবাসীকে মনে করিয়ে দেওয়া হলো, এ দেশটা আর কারো নয়, শুধু আওয়ামী পরিবারের।’

বাংলাদেশে চলমান অপহরণ, নিখোঁজ, গুম বা গুপ্তহত্যার প্রায় অধিকাংশেরই দায় আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর উল্লেখ করে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে নেতৃদ্বয় বলেছেন, ‘আপনারা যে বা যাদের নির্দেশে ছাত্রনেতাদেরকে ক্রসফায়ারের মাধ্যমে হত্যার খেলায় মেতে উঠেছেন তার জবাব একদিন আপনাদেরকে অবশ্যই দিতে হবে।’

(দ্য রিপোর্ট/এমএইচ/জেডটি/এনআই/মার্চ ৩০ ,২০১৭)