বার্সোলোনার হারে মাদ্রিদের লাভ
দ্য রিপোর্ট ডেস্ক : বার্সোলোনা রাতে লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৩-১ গোলে হেরে যাওয়ায় পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। তবে হারের হতাশায় লিওনেল মেসির রেকর্ডটি আলোকিত হতে পারেনি। বার্সোলোনার একমাত্র গোলটি তারই। লা লিগার ইতিহাসে মেসি গোলদাতাদের তালিকায় (সর্বকালের) তৃতীয় স্থানে উঠে এসেছে রাউলকে পেছনে ফেলে। লা লিগায় মেসির গোল ২২৯টি।
অপরদিকে রিয়াল মাদ্রিদ ৩-০ গোলে এলচেকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে উঠেছে। শিরোপা লড়াই জমে ওঠেছে লা লিগায়।
লা লিগার পয়েন্ট টেবিলে ২৫ খেলা শেষে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সোলোনা। হারের ফলে শীর্ষ স্থান হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সমান ৬০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে অ্যাটলেটিকো ১টি ম্যাচ কম খেলেছে। রাতে অ্যাটলেটিকোর প্রতিপক্ষ ওসাসুনা (রাত ২টা)।
বার্সোলোনার অ্যালেক্স সঙ ৩২ মিনিটে আত্মঘাতী গোল দিয়ে প্রতিপক্ষকে এগিয়ে দিয়েছিলেন। মেসি ৩৬ মিনিটে সমতায় ফেরান দলকে। সোসিয়েদাদ পরে ৫৪ ও ৫৯ মিনিটে গোল পেয়ে যায়। ফলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় বার্সোলোনাকে।
রিয়াল মাদ্রিদকে জয় এনে দিয়েছেন অ্যাসিয়ের ইলারামেন্ডি, গ্যারেথ বেল ও ইসকো। কার্লো আনচেলত্তির দল কক্ষচ্যুত হয়নি। ক্রিশ্চিয়ানো রোনালদো নিষেধাজ্ঞার জন্য দলে নেই। কিন্তু ফিফা ব্যালন ডি‘অর জয়ীকে ছাড়াই জয় পেয়েছে রিয়াল।
(দ্য রিপোর্ট/এমএ/সা/ফেব্রুয়ারি ২৩,২০১৪)