সাভার প্রতিনিধি : সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার রানা প্লাজার ভবন ধসের ১১ মাস পর এখনও ধ্বংসস্তূপের ভেতর থেকে পাওয়া যাচ্ছে মানুষের হাড়।

রানা প্লাজার ভেতরে লোহা কুড়াতে এসে রবিবার সকাল সাড়ে ১১টার দিকে একদল পথশিশু হাড়গুলো উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাড়গুলো থানায় নিয়ে যায়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শান্ত, রুবেল, কাউসারসহ বেশ কয়েকজন পথশিশু জানায়, সকাল ১১টার দিকে তারা রানা প্লাজার পেছনে রাখা ধ্বংসস্তূপে লোহা কুড়াতে যায়। এ সময় ধ্বংসস্তূপের বিভিন্ন জায়গা থেকে মানুষের শরীরের হাড় দেখতে পেয়ে তারা সেগুলো একত্রে জড়ো করতে থাকে। পরে হাড় উদ্ধারের খবর স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়লে ধ্বংসস্তূপের কাছে ছুটে আসে ভবন ধসের ঘটনায় নিহত ও নিখোঁজ শ্রমিকের স্বজনেরা। খবর পেয়ে সাভার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাড়গুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

(দ্য রিপোর্ট/এনএইচ/ইইউ/এএস/সা/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)