বরিশাল অফিস : জেলার মেহেন্দিগঞ্জের কালাবদর নদীতে অভিযান চালিয়ে জাটকা ধরার দায়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫০ কেজি জাটকা জব্দসহ ৫ জেলে আটক করা হয়েছে।

শনিবার (এপ্রিল ০১) ভোরে আটককৃতদের বরিশাল নৌ ফাঁড়িতে আনা হয়েছে। নৌ পুলিশ এ অভিযান চালায়।

অভিযানে নেতৃত্ব দেওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শফিকুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, জাটকা ধরা বন্ধের নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভোরে মেহেন্দিগঞ্জ উপজেলার লেংগুটিয়া এলাকার কালাবদর নদীতে অভিযান চালানো হয়। এ সময় জালপাতা অবস্থায় ৫ জেলেকে আটক করা হয়। জব্দ করা হয় ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৫০ কেজি জাটকা।

শনিবার বেলা ১১টার সময় আটককৃতদের বরিশাল আনা হয়। এদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে নেওয়া হবে বিচারের জন্য।

(দ্য রিপোর্ট/একেএ/এআরই/এনআই/এপ্রিল ০১, ২০১৭)