দ্য রিপোর্ট : ভাস্কর নভেরা আহমেদের জীবন ও সৃষ্টিকর্ম নিয়ে মঞ্চনাটক 'নভেরা'। নির্দেশনা দিয়েছেন সাজ্জাদ রাজীব। রাজধানীর নাটক সরণির(বেইলী রোড) মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে রবিবার (০২ এপ্রিল) সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে নাটকটি। ‘ধ্রুপদী অ্যাক্টিং অ্যান্ড ডিজাইন’ এই নাটকটি প্রযোজনা করেছে।

শিল্পী নভেরার জীবন সংগ্রামের গল্প একক অভিনয়ে ফুটিয়ে তুলেছেন সামিউন জাহান দোলা। হাসনাত আবদুল হাইয়ের লেখা উপন্যাস ‘নভেরা’ এবং বেঙ্গল প্রকাশনীর ‘নভেরা আহমেদ’সহ বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদন, গবেষণা, সাক্ষাৎকার এবং নিবন্ধ থেকে এর নাট্যরূপ দিয়েছেন অভিনেত্রী দোলা নিজেই।

গত বছরের ১৩ মে মহিলা সমিতি মঞ্চে এই নাটকটির প্রথম প্রদর্শনী হয়। এরপর জাতীয় নাট্যশালা, মহিলা সমিতি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্ত মঞ্চে নাটকটির প্রদর্শনী প্রশংসা কুড়িয়েছে।

(দ্য রিপোর্ট/পিএস/এআরই/এপ্রিল ০১, ২০১৭)