‘পদ্মা সেতু এখন পাইপলাইনে দৃশ্যমান’
মাদারীপুর প্রতিনিধি : যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘পদ্মা সেতু এখন পাইপলাইনে দৃশ্যমান।’ রবিবার দুপুরে মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর নির্মাণাধীন অ্যাপ্রোচ সড়ক ও পদ্মা নদী পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন পানি সম্পদমন্ত্রী আনিসুল হক, নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানসহ সেনাবাহিনী ও বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের পদ্মা সেতুর দ্রুত বাস্তবায়নে যোগাযোগ মন্ত্রণালয় ছাড়াও অন্যান্য মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম ও করণীয় বিষয় দেখেন।
পরিদর্শন শেষে যোগাযোগমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু এখন পাইপলাইনে দৃশ্যমান। আগামী ৪ মাসের মধ্যে মূল সেতু ও ৫ মাসের মধ্যে নদী শাসন কাজের কার্যাদেশ দেওয়া হবে।’
এ সময় পদ্মা সেতুর অগ্রগতি দেখে যোগাযোগমন্ত্রীর সঙ্গে সঙ্গে নৌ ও পানি সম্পদমন্ত্রী স্বস্তি প্রকাশ করে তাদের মন্ত্রণালয় সংশ্লিষ্ট কার্যক্রম দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন। এ লক্ষ্যে শিগগিরই মাওয়া ও কাওরাকান্দি ঘাট স্থানান্তর করা হবে বলে জানান তারা।
(দ্য রিপোর্ট/এসএইচটি/এফএস/এপি/এএইচ/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)