খুলনা বিভাগের সব কারাগারে সর্বোচ্চ সতর্কতা
যশোর অফিস : যশোর কেন্দ্রীয় কারাগারসহ খুলনা বিভাগের সব কারাগারে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। কাশিমপুর কারাগার থেকে ময়মনসিংহ কারাগারে নেওয়ার পথে গুলি করে জেএমবি সদস্যদের ছিনিয়ে নেওয়া এবং শনিবার যশোর কেন্দ্রীয় কারাগারের রক্ষী ব্যারাক থেকে পাঁচটি বোমা উদ্ধারের পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হলো।
কারা প্রশাসনের খুলনা বিভাগীয় ডিআইজি ফজলুর রহমান জানান, কাশিমপুরের ঘটনা জানার সঙ্গে সঙ্গে খুলনা বিভাগের সব কারাগারে সর্বোচ্চ সতর্কতা জারির নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তাও বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, খুলনা বিভাগের একমাত্র কেন্দ্রীয় কারাগার যশোরে অবস্থিত। দাগি ও দুর্ধর্ষ বহু বন্দি এ কারাগারে রয়েছে।
জানতে চাইলে যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার এএসএম কামরুল হুদা নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘কারাগারে তল্লাশি জোরদার করা হয়েছে। ডিউটির জন্য নিয়োগ করা হয়েছে অতিরিক্ত জনবল। নিরাপত্তাজনিত কোনো ফাঁকফোকর আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে গুরুত্বের সঙ্গে।’
তিনি বলেন, ‘যশোর কেন্দ্রীয় কারাগারে জেএমবিসহ বিভিন্ন জঙ্গি সংগঠনের ১৪ জন বন্দি রয়েছে। এরা সবাই দণ্ডপ্রাপ্ত। এ ছাড়া খুলনা, কুষ্টিয়া, বাগেরহাট ও চুয়াডাঙ্গা জেলা কারাগারেও উল্লেখযোগ্য সংখ্যক জঙ্গি রয়েছে।’
এদিকে শনিবার বেলা ১১টার দিকে যশোর কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তাবেষ্টিত কারারক্ষী ব্যারাক থেকে পাঁচটি বোমা উদ্ধার হয়। এই ঘটনা পুলিশ ছাড়াও তদন্ত করছে কারা প্রশাসন।
ডিআইজি (প্রিজন্স) ফজলুর রহমান জানান, যশোর কেন্দ্রীয় কারাগারের ভারপ্রাপ্ত সিনিয়র সুপার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) আবদুস সালাম কারা প্রশাসনের পক্ষে তদন্ত করছেন। রবিবার সন্ধ্যার মধ্যে তদন্ত রিপোর্ট তার হাতে পৌঁছবে বলে আশা করছেন ডিআইজি।
যোগাযোগ করা হলে ভারপ্রাপ্ত সিনিয়র সুপার আবদুস সালাম বলেন, ‘তদন্ত এগুচ্ছে।’ সন্ধ্যার মধ্যে কাজ শেষ করা যাবে বলে আশাবাদী তিনি।
(দ্য রিপোর্ট/একে/এনডিএস/এনআই/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)