চট্টগ্রামে নৌকাডুবিতে নিখোঁজ ১৮
দ্য রিপোর্ট প্রতিবেদক : বঙ্গোপসাগরে চট্টগ্রামের সন্দ্বীপের গুপ্তচর ঘাটে একটি ইঞ্জিতচালিত নৌকা ডুবে ১৮ জন নিখোঁজ রয়েছেন। রবিবার (২ এপ্রিল) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটেছে।
ঘটনাস্থলে ডুবুরি ও কোস্টগার্ড উদ্ধার অভিযান চালাচ্ছে।
কোস্টাগার্ডের পূর্বজোনের কর্মকর্তা ক্যাপ্টেন শহিদুল ইসলাম জানান, ডুবে যাওয়া বোটে ৪০ জান যাত্রী ছিল। তার মধ্যে ২২ জনকে উদ্ধার করা হয়েছে।
(দ্য রিপোর্ট/এমএইচএ/এনআই/এপ্রিল ০২, ২০১৭)