ত্রিশালে জেএমবির আসামি ছিনতাই, গ্রেফতার ৩
ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের আদালতে আনার পথে ত্রিশালের সাইনবোর্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি ছিনতাইয়ের ঘটনায় গাজীপুর ও ময়মনসিংহে রেড এলার্ট জারি করে পুলিশ প্রশাসন। চিরুনি অভিযানে টাঙ্গাইলের সখিপুর থেকে একটি মাইক্রোবাসসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় গুলিসহ একটি পিস্তল ও কয়েকটি বোমা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মাইক্রোবাস চালক জাকারিয়া, জেএমবি চক্রের দুই সদস্য ময়মনসিংহ মুক্তাগাছা উপজেলার রায়হান (৩০) ও গাজীপুরের শখিপুরের রাসেল (৩৫)।
টাঙ্গাইলের সখিপুর থেকে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকাল ১১টার দিকে কালো রঙের ভক্সি মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো-চ ১১-৬০৪৮) সাগরদিঘী-সখীপুর সড়কে পালানোর সময় সখীপুর থানার সামনে পৌঁছলে পুলিশ ও জনতা গাড়িটির গতিরোধ করতে ব্যর্থ হয়। পরে পুলিশ ও জনতা গাড়িটির পিছু নেয়। অবস্থা বেগতিক দেখে ঢাকা-সখীপুর সড়কের প্রশিকা এলাকায় গাড়িটি রেখে আসামিরা পালিয়ে যায়। এ সময় স্থানীয় জনতা গাড়ির চালক জাকারিয়াকে (২৫) আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় পুলিশ গাড়ি থেকে দুই রাউন্ড গুলি, একটি পিস্তল, ৪টি মোবাইল সেট ও রড কার্টারসহ বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করে। এরপর পুলিশ সখিপুরের তক্তাখলা বাজার এলাকা থেকে জেএমবি চক্রের দুই সদস্য ময়মনসিংহ মুক্তাগাছা উপজেলার রায়হান ও গাজীপুরের শখিপুরের রাসেলকে আটক করে। পালিয়ে যাওয়া আসামিদের ধরতে পুলিশ, র্যাব ও বিজিবির সদস্যরা সখীপুর ও আশপাশের এলাকায় চিরুনি অভিযান চালাচ্ছে।
উল্লেখ্য, গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ময়মনসিংহ আদালতে আনার পথে ত্রিশালের সাইনবোর্ডে ১৫/২০ জন দুর্বৃত্ত এলোপাতাড়ি গুলি করে জেএমবির মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি বোমা মিজান, সালাহউদ্দিন সালেহীন ও রাকিব হাসানকে ছিনিয়ে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে আতিক নামে এক কনস্টেবল নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছে আরও দুই পুলিশ।
(দ্য রিপোর্ট/এআর/এএস/এনআই/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)