দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর আগারগাঁও এলাকায় বাণিজ্যমেলার পাশের রাস্তায় প্রাইভেটকারের ধাক্কায় আহত নারগিস আক্তারের মৃত্যু হয়েছে।

রবিবার দুপুর দেড়টার দিকে দুর্ঘটনায় আহত নারগিস আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে বিকেল পৌনে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এ দু্র্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

নারগিস আক্তারের স্বামী হারেস মিয়ার সঙ্গে তেজগাঁও তেসকুনি পাড়ার ১২৫/৮ নম্বর বাসায় ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি মাদারীপুর সদর রঘুরামপুর গ্রামে।

শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফ রফিকুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, নারগিস, রাশিদা ও তার মেয়ে মুন্নি রবিবার দুপুর দেড়টার দিকে সোহরাওয়ার্দী হাসাপাতাল থেকে রিক্সায় বাসায় ফিরছিলেন।

এ সময় আগারগাঁও এলাকায় পৌঁছলে একটি প্রাইভেটকার রিক্সাকে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। আহত রাশিদা বেগম (২৭) ও তার মেয়ে মুন্নিকে স্থানীয়রা উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করেন।

(দ্য রিপোর্ট/এসআর/ইইউ/এনডিএস/সা/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)