দ্য রিপোর্ট প্রতিবেদক : টেলিভিশন নাট্যকারদের সংগঠন ‘নাট্যকার সংঘ’ উদযাপন করলো প্রতিষ্ঠার প্রথম বর্ষপূর্তি। ২০১৬ সালের ০২ এপ্রিল এক সম্মেলনের মাধ্যমে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের মাধ্যমে টেলিভিশন নাট্যকার সংঘ পথচলা শুরু করে।

নতুন কার্যনির্বাহী কমিটির এক বছর পূর্তি উপলক্ষে গতকাল রোববার (০২ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয় এক মিলনমেলার। এতে  টেলিভিশন নাট্যকার সংঘের প্রায় শতাধিক নাট্যকার অংশ নেন।

টেলিভিশন নাট্যকার সংঘের সহ-সভাপতি বৃন্দাবন দাশের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন সুমন। টেলিভিশন নাট্যকার সংঘের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি চয়নিকা চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান শান্তুনু ও জাকির হোসেন উজ্জল, অর্থ বিষয়ক সম্পাদক আহসান আলমগীর, দপ্তর সম্পাদক স্বাধীন শাহ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ইফফাত আরেফীন তন্বী, প্রচার সম্পাদক আজম খান, প্রকাশনা সম্পাদক রেজাউর রহমান রিজভী, গবেষণা বিষয়ক সম্পাদক মহিউদ্দিন আহমেদ, কার্যকরী সদস্য প্রজ্ঞা নিহারীকা, উৎপল সর্বাজ্ঞসহ কার্যনির্বাহী কমিটির অধিকাংশ সদস্যই এসময় উপস্থিত ছিলেন।

এ সময় নাট্যব্যক্তিত্ব ড. এনামুল হক, আরটিভির হেড অব প্রোগ্রাম দেওয়ান শামসুর রাকিব মিলনমেলায় উপস্থিত হয়ে টেলিভিশন নাট্যকার সংঘের বর্ষপূর্তিতে শুভেচ্ছা জানান। এছাড়াও নাট্যকার সংঘের কার্যনির্বাহী কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার অ্যাসোসিয়েশন ও ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন।

অতিথিরা এ সময় কেক কেটে টেলিভিশন নাট্যকার সংঘের বর্ষপূতি উদযাপন করেন।

(দ্য রিপোর্ট/পিএস/এপ্রিল ০৩, ২০১৭)