ঠাকুরগাঁওয়ে বাবা-ছেলে খুন
ঠাকুরগাঁও প্রতিনিধি : জেলার হরিপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম চৌরংগী লৌহচাঁদ গ্রামে নিজ বাড়িতে রহস্যজনকভাবে বাবা ও ছেলে খুন হয়েছেন। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে রবিবার সকালে হরিপুর থানায় নিয়ে আসে। এ সময় বাড়ি থেকে রক্তমাখা ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- তসির উদ্দিন (৫২), তার ছেলে সস্তম আলী (১১)।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে তসির উদ্দিনের সঙ্গে স্ত্রী লালবানুর ঝগড়া হয়। পরে স্বামীর সঙ্গে অভিমান করে ছোট ছেলে ও এক মেয়েকে নিয়ে বাবার বাড়িতে চলে যান লালবানু।
প্রতিবেশীরা রবিবার সকালে ওই বাড়ির কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা খুলে দেখেন তসির উদ্দিনের ঝুলন্ত মৃতদেহ এবং তার ছেলে রুস্তমের গলা কাটা মৃতদেহ মাটিতে পড়ে আছে।
এ ঘটনা স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, হত্যাকাণ্ড রহস্যজনক। এ ঘটনায় তদন্ত চলছে।
(দ্য রিপোর্ট/এনএইচ/ইইউ/সা/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)