রাজশাহী অফিস : রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বিশেষ সতর্কাবস্থা গ্রহণ করা হয়েছে। ময়মনসিংহের ত্রিশালে রবিবার সকালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনজন জেএমবি সদস্যকে ছিনিয়ে নেওয়ার পর মন্ত্রণালয় থেকে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার ইসমাঈল হোসেন দ্য রিপোর্টকে জানান, রাজশাহী কারাগারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে অতিরিক্ত ৩০ জন অস্ত্রধারী কারারক্ষী। কারাগারে বর্তমানে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ২৫ জন জেএমবি সদস্য রয়েছেন।

রাজশাহী ও রংপুর বিভাগের ডিআইজি প্রিজন্স বজলুর রশীদ দ্য রিপোর্টকে জানান, ময়মনসিংহের ঘটনার পর মন্ত্রণালয়ের নির্দেশে কারাগারে বিশেষ সতর্কাবস্থা গ্রহণ করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ ব্যবস্থা বলবৎ থাকবে বলে তিনি জানান।

(দ্য রিপোর্ট/এমএইচজে/এফএস/এএস/সা/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)