নোয়াখালীতে তিন হাজার বইসহ অধ্যক্ষ আটক
নোয়াখালী প্রতিনিধি : ২০১৪ সালের সরকারি নতুন পাঠ্যবই বিক্রির অভিযোগে সোনাইমুড়ীতে মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা নোমানকে আটক করেছে পুলিশ। সোনাইমুড়ী বাজার থেকে শনিবার রাত ৮টার দিকে তাকে আটক করা হয়।
মাওলানা নোমান উপজেলার বারগাঁও ইউনিয়নের হোসেনপুর ডিএস ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ। তিনি ওই মাদরাসায় ২৪ বছর ধরে শিক্ষকতা করে আসছেন।
স্থানীয় সূত্র জানায়, নতুন বছরের সরকারের বিনামূল্যের প্রায় তিন হাজার বই গাড়িতে করে শনিবার সন্ধ্যা ৭টার দিকে মাওলানা নোমান সোনাইমুড়ী বাজারে বিক্রি করতে নিয়ে আসেন। এ সময় স্থানীয় লোকজন টের পেয়ে তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শওকত হোসেন ঘটনার সত্যতা দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন।
(দ্য রিপোর্ট/ওইউএম/ইইউ/এএস/এএইচ/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)