চট্টগ্রাম অফিস : বঙ্গোপসাগরে চট্টগ্রামের সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে ইঞ্জিন চালিত লালবোট ডুবির ঘটনায় নিখোঁজ যাত্রীদের মধ্যে আরও দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ৭ জনের লাশ উদ্ধার হয়েছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে সন্দ্বীপ মাইটভাঙ্গা ঘাটঘরে একটি লাশ ও দুম্বার খালে অপর একটি লাশ পাওয়া গেছে।

সন্দ্বীপ উপজেলার ইউএনও মোহাম্মদ গোলাম জাকারিয়া নিশ্চিত করে দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, লাশ দুটি উদ্ধার করে ঘটনাস্থল গুপ্তছড়ায় রেখে দেওয়া হয়েছে। সেখানে নিখোঁজদের স্বজনরা দেখে লাশ চিহ্নিত করবে। তবে মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল পর্যন্ত নিখোঁজ ১৯ জনের তালিকা করা হয়েছে। এ দু’জন তাদের মধ্যে কেউ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, রবিবার (২ এপ্রিল) সন্ধ্যার দিকে সন্দ্বীপ গুপ্তছড়া ঘাটের কাছে লালবোট নামে ছোট ইঞ্জিনচালিত বোটটি বিরূপ আবহাওয়ার কারণে ডুবে যায়। বোটটিতে ঠিক কতজন যাত্রী ছিল তা কেউ সুনির্দিষ্ট করে বলতে পারা যায়নি।

তবে কোস্টগার্ড জানান, বোটটিতে ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিল। তার মধ্যে ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এপি/এনআই/এপ্রিল ০৪, ২০১৭)