সিলেট অফিস : ময়মনসিংহের ত্রিশাল থেকে হামলা করে জেএমবির ফাঁসির তিন আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনাকে ‘অনভিপ্রেত’ বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার।

তিনি বলেন, ‘এ ঘটনার সঙ্গে জড়িতদের খুব তাড়াতাড়ি গ্রেফতার করা হবে।’

রবিবার দুপুরে টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে নির্মিত সিলেট বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শন ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

হাসান মাহমুদ বলেন, ‘ময়মনসিংহের ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। অচিরেই জড়িতদের গ্রেফতার করা হবে।’

আইজিপি আরও বলেন, ‘দেশের জঙ্গিবাদ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আল কায়েদার হুমকি মোকাবেলায় দেশের জনগণকে নিয়ে পুলিশ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।’

তিনি বলেন, ‘বিশ্বকাপের ভেন্যুগুলোর মধ্যে অন্যতম এবং গুরুত্বপূর্ণ ভেন্যু হচ্ছে সিলেট।’

‘এখানকার আইনশৃঙ্খলার প্রস্তুতি দেখে আমি খুবই সন্তুষ্ট। আমি আশা করি সিলেটে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে’।

এ সময় উপস্থিত ছিলেন- সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট রেঞ্জের ডিআইজি মকবুল হোসেন, সিলেটের জেলা প্রশাসক শহিদুল ইসলাম, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, এসএমপির কমিশনার মিজানুর রহমান প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমজে/এনডিএস/এএইচ/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)