জয়পুরহাটে ব্যবসায়ী ও পাহারাদারের মৃতদেহ উদ্ধার
জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের আক্কেলপুরের জামালগঞ্জ বাজার থেকে এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যবসায়ী জামালগঞ্জ বাজারের রমজান আলীর ছেলে দোয়েল হোসেন (২৮)। অন্যদিকে পাঁচবিবির আওলাই গ্রামে পুকুর পাহারাদার আনিসুর রহমানের (৪০) মৃতদেহ উদ্ধার করেছে পাঁচবিবি থানা পুলিশ। তিনি আওলাই গ্রামের আ. সামাদের ছেলে। রবিবার তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুর ১২টার সময় জামালগঞ্জ স্টেশন এলাকায় তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের দরজা বন্ধ দেখে সন্দেহ হয়। পরে এলাকাবাসী দরজা খুলে তার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে আক্কেলপুর থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শী ও পুলিশের ধারণা, কলা পাকা আবদ্ধ ঘরে থাকার কারণে অক্সিজেন সংকটে তার মৃত্যু হতে পারে।
আক্কেলপুর থানার অফিসার্ ইনচার্জ (তদন্ত) কিরণ কুমার রায় জানান, হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় কিন্তু প্রাথমিকভাবে মনে হয়েছে এটি হত্যা নয়, ঘরে গ্যাস সৃষ্টি হওয়ার কারণে তার মৃত্যু হয়েছে। দোয়েল হোসেনের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
এদিকে জেলার পাঁচবিবি উপজেলার আওলাই গ্রামের পুকুর পাহারাদারের মৃতদেহ উদ্ধার করেছে পাঁচবিবি থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, রবিবার ভোরে উপজেলার আওলাই গ্রামে পাহারাদার আনিসুর রহমানের মৃতদেহ পাওয়া যায়। তিনি ওই গ্রামের আ. সামাদের ছেলে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহতের মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(দ্য রিপোর্ট/এমজে/এনডিএস/এনআই/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)