রিলায়েন্স ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা
দ্য রিপোর্ট প্রতিবেদক : লভ্যাংশ ঘোষণা করেছে বীমা খাতের রিলায়েন্স ইন্স্যুরেন্স। রবিবার এ কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়ার সুপারিশ করা হয়েছে।
কোম্পানির শেয়ার বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল হক দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিনিয়োগকারী নির্বাচনের জন্য আগামী ৫ মার্চ রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ঘোষিত লভ্যাংশে বিনিয়োগকারীদের সম্মতি নিতে আগামী ৩০ মার্চ বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে।
শেষ হওয়া অর্থবছরে এ কোম্পানির করপরবর্তী মুনাফা হয়েছে ২৭ কোটি ৭০ লাখ ৬০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় হয়েছে ৫.৩৩ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ হয়েছে ৬৪.৮৯ টাকা।
আগের বছর কোম্পানিটি ১৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল।
(দ্য রিপোর্ট/ডব্লিউএন/এনআই/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)