রংপুর অফিস : রংপুরের পীরগঞ্জ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে সোমবার। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে ১৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চেয়ারম্যান পদে তিন প্রার্থী হলেন বিএনপি সমর্থিত প্রার্থী সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নূর মোহাম্মদ মণ্ডল (আনারস), আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রংপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও প্রধানমন্ত্রীর ভাতিজা একেএম ছায়াদৎ হোসেন বকুল (কাপ-পিরিচ), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী-মেসকোয়ারা হাবিব মুক্তি (মোটরসাইকেল)।

ভাইস চেয়ারম্যান পদে ৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোনায়েম সরকার মানু (টিয়া পাখি), জাসদ নেতা শাহাদৎ হোসেন সাদা (বৈদ্যুতিক বাল্ব), জাপা নেতা জাইদুল ইসলাম (মাইক), বিএনপি সমর্থিত সৈয়দ আসাদুজ্জামান লিটন (নলকূপ), স্বতন্ত্র প্রার্থী আনওয়ারুল ইসলাম (বই), উত্তম কুমার সাহা (উড়োজাহাজ), নূরুল হুদা লিটন (চশমা) ও পীরগঞ্জ ইউপির সাবেক চেয়ারম্যান নূরুল হোসেন মিনু খান (তালা)।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ সমর্থিত রওশন আরা রীনা (কলস), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইসমত আরা শেলী (ফুটবল) ও আক্তার বানু লিপি (পদ্মফুল), স্বতন্ত্র প্রার্থী হাবিবা শাহীন মিথি (হাঁস)।

উপজেলার ১৫টি ইউনিয়নের ১০৬টি ভোটকেন্দ্রে ৫৫৬টি বুথের মাধ্যমে উপজেলার ২ লাখ ৬২ হাজার ৭৩৫ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার এটিএম জিয়াউল ইসলাম জানান, শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্নে যথাযথ প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, ২০ ফেব্রুয়ারি দশম সংসদের রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণার কারণে প্রথম দফায় ১৯ ফেব্রুয়ারির পরিবর্তে নির্বাচন কমিশন ২৪ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের তারিখ পুনর্নির্ধারণ করে। ফলে সোমবার পীরগঞ্জ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।

(দ্য রিপোর্ট/এসভি/এএস/এনআই/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)