চট্টগ্রামে বৃষ্টির পানি নিয়ে সংঘর্ষে নিহত ১
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বারশত ইউনিয়নে ভবনের ছাদ থেকে বৃষ্টির পানি পড়াকে কেন্দ্র করে প্রতিবেশী দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছকিনা খাতুন (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন।
বুধবার (৫ এপ্রিল) সকালে উপজেলার বারশত ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। আহত ৪ জনের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনায় আহতদের মধ্যে নিহত বৃদ্ধা ছকিনা বেগমের তিন ছেলে রয়েছেন। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক। তারা হলেন রফিক আলম, মাহে আলম।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ওসি দুলালুর রহমান বলেন, মঙ্গলবার রাতে বাড়ির ছাদ থেকে বৃষ্টির পানি পড়াকে কেন্দ্র করে বোয়ালিয়া এলাকার দুই প্রতিবেশীদের মধ্যে (চাচাতো জেঠাতো ভাই) ঝগড়া থেকে ছোটখাটো মারামারি হয়। পরে তা সামাজিকভাবে মীমাংসা করা হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার ভোর ৬টার দিকে বৃদ্ধা ছকিনা বেগমের এক ছেলে দোকান থেকে রুটি কিনতে গেলে প্রতিপক্ষের এক যুবক তাকে ছুরিকাঘাত করে। এ সময় তার মা ছকিনা বেগম তাকে রক্ষা করতে গেলে তাকে এবং তার অপর দুই ছেলেকেও ছুরিকাঘাত করা হয়। প্রতিপক্ষের একজনও এ সময় ছুরিতাঘাতে গুরুত্বর আহত হয়।
তাদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বৃদ্ধা ছকিনা বেগম মারা যান।
এ ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি দুলালুর রহমান।
(দ্য রিপোর্ট/এমআই/এআরই/এনআই/এপ্রিল ০৫, ২০১৭)