দ্য রিপোর্ট প্রতিবেদক : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু জানিয়েছেন, জাহাজ, চামড়া ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণে বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী নেদারল্যান্ড। এ ছাড়া খাদ্য নিরাপত্তা ও পানি ব্যবস্থাপনা নিয়ে কাজ করতে চায় তারা।

শিল্প মন্ত্রণালয়ে রবিবার বিকেলে আমির হোসেন আমুর সঙ্গে বৈঠকে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত মি. গার্বেন ডি জং এসব কথা জানিয়েছেন বলে জানান শিল্পমন্ত্রী।

বৈঠকে শিল্পখাতে দ্বি-পাক্ষিক সহায়তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশের শিল্পনীতি, বিএসটিআই’র আধুনিকায়ন, দ্বি-পাক্ষিক বাণিজ্যিক প্রতিনিধিদলের সফর বিনিময়, ট্যানারি ও জাহাজ ভাঙ্গা শিল্পের আধুনিকায়ণ, তৈরি পোশাক শিল্পখাতের কর্মপরিবেশ উন্নয়ন ও শ্রমিকের নিরাপত্তাসহ অন্যান্য বিষয় আলোচনায় স্থান পায়।

বৈঠক শেষে নিজ দফতরে শিল্পমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘নেদারল্যান্ড ইউরোপীয় দেশগুলোর মধ্যে আমাদের প্রথম স্বীকৃতি দিয়েছিল। তারা আমাদের দীর্ঘদিনের বন্ধু। নতুন করে তারা খাদ্য নিরাপত্তা, কৃষি ও পানি ব্যবস্থপনায় আগ্রহ প্রকাশ করেছে।’

শিল্পমন্ত্রী বলেন, ‘তারা এখানে আনারসের জুস তৈরি করতে চায়। কৃষি সরঞ্জামাদি বিষয়েও তাদের কিছু প্রস্তাবনা রয়েছে। আমরা বলেছি কংক্রিট ওয়েতে প্রস্তাব দিতে এবং সরকারের সঙ্গে আলোচনা করে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) বাস্তবায়ন হতে পারে।’

গার্মেন্ট শিল্প প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘তারা যে সব শর্ত দিয়েছিল, অধিকাংশ আমরা পূরণ করেছি। পূরণ করার আগেই পণ্য যাচ্ছে।’

বিদেশি বিনিয়োগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বিদেশিরা উপলব্ধি করতে পেরেছে যে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসছে তাই তারা এখন বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে আগ্রহী হচ্ছে।’

বৈঠক শেষে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত মি গার্বেন ডি জং সাংবাদিকদের বলেন, ‘বৈঠকে বিভিন্ন শিল্পে বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে।’

বৈঠকে শিল্প সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, শিল্প ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এএইচএস/এনডিএস/এনআই/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)