রাজশাহী অফিস : রাজশাহীর পুঠিয়ায় চতুর্থ শ্রেণীর এক ছাত্রী (১০) ধর্ষণের শিকার হয়েছে। রবিবার দুপুরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানান, সকাল ১০টার দিকে পুঠিয়ার সাতবাড়িয়া এলাকায় প্রতিবেশী যুবকের ধর্ষণের শিকার হয় এক শিশু। পরে তাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে চিকিৎসক ওসিসিতে নেওয়ার পরামর্শ দেন। ধর্ষণের শিকার শিশুটি চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু উবাইদা খান দ্য রিপোর্টকে জানান, ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে পুঠিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। এ ছাড়া ধর্ষণকারী হিসেবে অভিযুক্ত যুবক সাদ্দাম হোসেন পলাতক।

ধর্ষণের শিকার ছাত্রীর পরিবারের সদস্যরা দ্য রিপোর্টকে জানান, রবিবার সকালে শিশুটি বাড়ির পাশে একটি শিমুল গাছের নিচে শিমুল ফুল কুড়াতে যায়। এ সময় প্রতিবেশী বখাটে সাদ্দাম হোসেন তাকে কৌশলে পাশের মাঠে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের শিকার ওই শিশু বাড়ি ফিরে ঘটনাটি মাকে জানালে প্রথমে তাকে পুঠিয়া থানা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। দায়িত্বরত চিকিৎসক তাকে রামেক হাসপাতালের ওসিসিতে পাঠিয়ে দেন।

(দ্য রিপোর্ট/এমএইচ/এএস/সা/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)