দ্য রিপোর্ট প্রতিবেদক : মিডিয়ায় কাজ করতে গিয়ে অনেক মেয়ে আপত্তিকর প্রস্তাব পাচ্ছেন বলে মন্তব্য করেছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।

তিনি বলেন, ‘এখনই সময় এ বিষয়গুলো নিয়ে প্রতিবাদ করার। অনেকে ক্যারিয়ারের কথা ভেবে বিষয়গুলো নিয়ে চুপ থাকছেন।’

মিম বলেন, ‘মিডিয়ায় কাজ করার ক্ষেত্রে সুস্থ পরিবেশ তৈরির জন্য অভিনয়শিল্পী সংঘ, ডিরেক্টরস গিল্ডকে এগিয়ে আসা উচিৎ। এরকম চলতে থাকলে যারা মিডিয়ায় কাজ করার স্বপ্ন দেখছে তারা কেউ কাজ করতে আসবে না। গুটি কয়েক লোকের জন্য আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হবে।’

এদিকে অভিনেত্রী সারিকা অভিযোগ করেছেন বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ের নামে ‘আপত্তিকর’ প্রস্তাব পেয়েছেন তিনি। সারিকার অভিযোগের পর বিষয়টি আলোচনায় আসে।

বুধবার রাতে সারিকা ফেসবুকে লিখেন, ‘শুটিং ডেটের একদিন আগে ক্লায়েন্টের গাড়িতে করে মানিকগঞ্জ (যেখানে যেতে ১ ঘণ্টা‍+ লাগে মাত্র আমার বাসা থেকে) যাওয়া এবং প্রিভিয়াস ডে অ্যান্ড নাইট তার সাথে সেখানে অবস্থান করার প্রস্তাব প্রত্যাখ্যান করা কি কোনো অপরাধ? এটা কি অপেশাদারিত্ব?’

জানা গেছে, ‘রাঙাপরী মেহেদীর বিজ্ঞাপনে কাজ করার কথা ছিলো সারিকার। শুটিংয়ের আগের দিন সারিকার সঙ্গে যোগাযোগ করতে পারেননি শুটিং ইউনিট। পরে সারিকাকে বাদ দিয়ে পূর্ণিমাকে নিয়ে শুটিং শেষ করা হয়।

বিজ্ঞাপন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘আমি যেসব তারকাকে নিয়ন্ত্রণ করতে পারবো বলে মনে করি, তাদের দায়িত্ব নিই। সারিকার সঙ্গে যোগাযোগ করা হয়েছিলো ক্লায়েন্টের পক্ষ থেকে। তাকে বাদ দেওয়ার বিষয়টিও তাদের সিদ্ধান্ত। এতে আমার হাত নেই।’

(দ্য রিপোর্ট/পিএস/এআরই/এনআই/এপ্রিল ০৬, ২০১৭)