যুগোপযোগী শিক্ষানীতি ও কারিকুলাম প্রয়োজন : রাষ্ট্রপতি
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : সফল উদ্যোক্তা সৃষ্টিতে যুগোপযোগী শিক্ষানীতি ও কারিকুলাম প্রণয়ন প্রয়োজন বলে মনে করেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। তিনি বলেছেন, সমাজে নতুন উদ্যোক্তা সৃষ্টি সরকারের একার পক্ষে সম্ভব নয়। উদ্যোক্তা সৃষ্টিতে বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও বাংলাদেশ ব্যাংকের যৌথ উদ্যোগে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে আয়োজিত ‘এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ইনোভেশন এক্সপো’ অনুষ্ঠানে বুধবার রাষ্ট্রপতি এসব কথা বলেন।
ডিসিসিআই সভাপতি সবুর খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ, আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) সভাপতি আফতাবুল ইসলাম ও বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক সুকমল সিংহ চৌধুরী।
রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তির অন্যতম একটি নিয়ামক হলো এ দেশের কর্মঠ জনগণ ও তরুণ জনগোষ্ঠী। এই বিপুল তরুণ জনগোষ্ঠীকে যদি সরকারি ও বেসরকারিভাবে কার্যকর নীতিমালা ও প্রয়োজনীয় উদ্যোগের মাধ্যমে পরিচালিত করা যায়, তাহলে দেশের আর্থ সামাজিক অবস্থার ব্যাপক উন্নয়ন হবে। আমি মনে করি ঢাকা চেম্বারের এ উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে দেশে তরুণ সমাজ ইতিবাচক ও কার্যকর গতিপথ খুঁজে পাবে।’
বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ‘তরুণ উদ্যোক্তারাই বাংলাদেশের ভবিষ্যত বিনির্মাণ করতে পারবে। তাদের অর্থ সংস্থানের জন্য ভেঞ্চার ক্যাপিটেল ম্যানেজমেন্টের ব্যবস্থা করা হবে এজন্য প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের কাজ চলছে।’
এফবিসিসিআই’র সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ সরকারের কাছে তরুণ উদ্যোক্তাদের জন্য ন্যূন্তম সুদে ও জামানতবিহীন ঋণের ব্যবস্থা করার দাবি জানান। তিনি বলেন, ‘আমাদের লেভেল প্লেয়িং ফিল্ড দিন, আমরা দেশকে অনেক এগিয়ে নিয়ে যাবো।’
অ্যামচেম’র সভাপতি আফতাবুল ইসলাম তরুণ উদ্যোক্তা সৃষ্টিতে ঢাকা চেম্বারের দৃষ্টান্ত অনুসরণ করে অন্যদের এগিয়ে আসার আহ্বান জানান।
ডিসিসিসিআই’র সভাপতি সবুর খান নতুন উদ্যোক্তা সৃষ্টির উদ্যোগে রাষ্ট্রের সকল বিভাগের সহায়তা চান। তিনি বলেন, ‘নতুন উদ্যোক্তাদের সঙ্গে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের যোগসূত্র তৈরি করে দিতে হবে। বাণিজ্যিক এলাকায় অফিস রুম ভাড়া ও লজিস্টিক সাপোর্টের ব্যবস্থা দিতে হবে। কারণ নতুনদের জন্য কাজগুলো করা দুরূহ।’
(দিরিপোর্ট২৪/এআই/এইচএস/নভেম্বর ০৬, ২০১৩)