দ্য রিপোর্ট ডেস্ক : জামা-কাপড় ধোয়া আয়রন করা বড় ঝক্কি-ঝামেলার কাজ। কিন্তু যদি এমন হতো আয়রন ছাড়াই কাপড় ইস্তিরি করা যেত?

বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? এ কথা যারা ভাবছেন, তাদের জন্য রইল কিছু টিপস -

১. জামাকাপড় কাচার পর না নিংড়ে পানিসহ মেলে দিন টানটান করে। শুকিয়ে গেলে ভালো করে ভাঁজ করে নিন। তারপর বিছানার গদির নিচে রাখুন। দেখবেন আপনা থেকেই কাপড় টানটান হয়ে গেছে।

২. জামাকাপড় থেকে কুঁচকে যাওয়া দাগ দূর করতে হেয়ার স্ট্রেইটনার কাজে লাগাতে পারেন। কলার বা শার্টের হাত রিঙ্কল মুক্ত করতে পারবেন।

৩. সামান্য ভিনিগার ও পানি একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি একটি বোতলে নিয়ে পোশাকের উপর স্প্রে করুন। দেখবেন পোশাকের কুঁচকে যাওয়া দাগ দূর হবে সহজে।

৪. জামাকাপড় থেকে কুঁচকে যাওয়া দাগ তুলতে পারবেন হেয়ার ড্রায়ার দিয়েও। সর্বোচ্চ তাপমাত্রায় হেয়ার ড্রায়ারটি চালিয়ে রাখুন কিছুক্ষণ। দেখবেন, পোশাকের রিঙ্কেল দূর হয়ে গেছে।

৫. এখন বেশিরভাগ ওয়াশিং মেশিন উন্নতমানের। ওয়াশিং মেশিন ড্রাই মোডে রাখলেই সুতি বা লিনেনের পোশাক ইস্তিরি করার মতো হয়ে যায়।

৬. পোশাক বেশি কুঁচকে গেলে ওয়াশিং মেশিনের মধ্যে ৩-৪টে আইস কিউব দিয়ে চালিয়ে দিন। মিনিট ১০ রাখার পর বন্ধ করে দিন। দেখবেন জামাকাপড়ের সব রিঙ্কেল দূর হয়ে গেছে।

(দ্য রিপোর্ট/এফএস/এপ্রিল ০৬, ২০১৭)