মঙ্গলবারের মধ্যে নতুন সরকার
ইউক্রেনে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট নির্বাচিত
দ্য রিপোর্ট ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ইয়ানুকোভিচের কোনো খোঁজ পাওয়া না যাওয়ায় দেশটির সংসদ সদস্যরা স্পিকার ওলেক্সান্দার তার্চিনভকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছেন। খবর : আলজাজিরার।
নবনির্বাচিত প্রেসিডেন্ট আগামী মঙ্গলবারের মধ্যে নতুন সরকার গঠনের ব্যাপারে রবিবার তার ডেপুটিদের সঙ্গে একমত হয়েছেন।
নতুন সরকার গঠনের বিষয়টিকে প্রাধান্য দেওয়া হবে বলেও জাতীয় সংসদে উল্লেখ করেছেন তিনি।
তার্নিচভ বলেন, ‘শিগগিরই নতুন সরকার গঠনের বিষয়ে আলোচনা শুরু হবে।’
এর আগে প্রেসিডেন্ট ইয়ানুকোভিচকে সংসদে ভোটের মাধ্যমে উৎখাত করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রসিকিউটর।
এদিকে এখন পর্যন্ত প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের কোনো খোঁজ পাওয়া যায়নি। তিনি রাশিয়ার পালিয়ে যেতে পারেন এই ধারণায় বিমানবন্দরসহ সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।
ইয়ানুকোভিচের লাপাত্তার পর পরই দেশটির প্রধান বিরোধী নেতা ইউলিয়া তাইমোশেনকোকে জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে। মুক্তির পর পরই তিনি আন্দোলন চালিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন।
ওদিকে বিরোধীরা শনিবার রাজধানী কিয়েভে প্রেসিডেন্টের কার্যালয় দখল করে নিয়েছে।
(দ্য রিপোর্ট/এসকে/সা/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)