নারায়ণগঞ্জে ২৪টি যানবাহনকে অর্থদণ্ড
নারায়ণগঞ্জ প্রতিবেদক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে ২৪টি যানবাহনকে ১৫ হাজার ৯০০ টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে এ জরিমানা করা হয়।
সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাউছুল আজমের নেতৃত্বে দুপুরে অভিযানটি পরিচালনা করা হয়। এ সময় বিআরটিএ-এর পরিদর্শক, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও ট্রাফিক বিভাগের লোকজন উপস্থিত ছিলেন।
গাউছুল আজম জানান, ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস, ইন্সুরেন্স, রেজিস্ট্রেশন, রুট পারমিটসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মোটরসাইকেলসহ ২৪টি যানবাহনকে এ দণ্ড প্রদান করা হয়।
(দ্য রিপোর্ট/এমএম/এফএস/এএস/সা/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)