দ্য রিপোর্ট ডেস্ক : টি২০ সিরিজ দিয়ে শ্রীলঙ্কা সফর শেষ করেছে বাংলাদেশ। টেস্ট ও ওয়ানডে সিরিজের পর সংক্ষিপ্ত ফরম্যাটের এই সিরিজও ড্র করেছে টাইগাররা। এই সফর শেষ করেই ভারতে যাচ্ছেন অলররাউন্ডার সাকিব আল হাসান।

বাংলাদেশ দলের সব খেলোয়াড় দেশে ফিরলেও সাকিব সরাসরি চলে যাবেন ভারতের রাজকোটে। উদ্দেশ্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), যোগ দেবেন তার দল কলকাতা নাইট রাইডার্সে।  শুক্রবার (৭ এপ্রিল) রাতে তার দল কলকাতা নাইট রাইডার্স মাঠে নামবে। আইপিএলে থাকা মুস্তাফিজুর রহমান অবশ্য ফিরবেন দেশে, বাংলাদেশ থেকে হয়তো ধরবেন ভারতের বিমান।

সংবাদ সম্মেলনে সাকিব নিজেই নিশ্চিত করেছেন সকালে কলকাতার বিমান ধরার বিষয়টি। বিকেল ৩টায় ওখানে পৌঁছে রাতের ম্যাচের জন্য প্রস্তুত থাকবেন তিনি। কলকাতা নাইট রাইডার্স তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে গুজরাট লায়ন্সের। বিকেল ৩টায় সেখানে পৌঁছেই ম্যাচের জন্য প্রস্তুত হয়ে যাবেন সাকিব।

প্রসঙ্গত, লঙ্কানদের বিপক্ষে টি২০ সিরিজের শেষ ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করেছে সাকিব। ব্যাট হাতে ৩৮ রান করার পাশাপাশি বল হাতেও তুলে নিয়েছেন ৩টি উইকেট। ফলে ম্যাচসেরার পুরস্কারটিও তিনিই পেয়েছেন।

(দ্য রিপোর্ট/এনপিএস/এনআই/এপ্রিল ০৭, ২০১৭)