দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকাই সিনেমায় এখন আইটেম গান যেন অপরিহার্য হয়ে উঠেছে। গল্পের সঙ্গে প্রাসঙ্গিক নয়, তবুও কোনো কোনো সিনেমায় দেখা যায় আইটেম গান। সিনেমার বাণিজ্যিক চাহিদা মেটাতেই আইটেম গান ব্যবহার করা হয়। এমনটা দাবি নির্মাতাদের।

এদিকে আইটেম গানে নারীকে অশ্লীলভাবে প্রকাশ করা হয়, এমন অভিযোগ করছেন অনেকেই। সমকালীন ঢাকাই চলচ্চিত্রে আইটেম গানের ব্যবহার বেড়েছে। সম্প্রতি প্রায় সব ছবিতেই থাকছে আইটেম গান।

২০১৩ সালে ‘ভালোবাসার রঙ’ ছবিতে আইটেম গানে পারফর্ম করে আলোচনায় আসেন বিপাশা কবির। এরপর অর্ধশতাধিক সিনেমায় আইটেম গানে পারফর্ম করে তারকাখ্যাতি পেয়েছেন। দেশের এই শীর্ষ আইটেম গার্ল সম্প্রতি দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমের মুখোমুখি হয়েছিলেন।

আইটেম গান প্রসঙ্গে বিপাশার বক্তব্য শুনতে ক্লিক করুন নিচের ভিডিওতে

বিপাশা বলেছেন, ‘আইটেম গানেও ভালো কিছু করা সম্ভব। তার জন্য বাজেট এবং পুরো টিমের আন্তরিকতা প্রয়োজন। অনেক সময় দর্শকের চাহিদা মেটাতে ইচ্ছার বাইরেও কাজ করতে হয়েছে।’

তিনি আরও বলেছেন, ‘কোনো একটি কাজ যখন ভালো হয় তখন তার কৃতিত্ব নির্মাতাসহ অনেকেই নিতে চান। কিন্তু একটি কাজ যখন খারাপ হয় তখন শিল্পীর উপরই দায় চাপানো হয়। অনেক সময় ইচ্ছার বাইরেও অনেক পোশাক পড়তে হয়েছে।’

ভালো বাজেট নিয়ে ভালো নির্মাতার হাতে আরও সুন্দর সিনেমা তৈরি হবে, এমন আশাবাদ ব্যাক্ত করে বিপাশা বলেছেন, ‘আমাদের এখানে দক্ষ নির্মাতা আছেন। ভালো শিল্পী আছেন। সবাই মিলে চেষ্টা করলে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি আরও ভালো অবস্থান তৈরি করবে।’

(দ্য রিপোর্ট/পিএস/জেডটি/এনআই/এপ্রিল ০৭, ২০১৭)