সৈয়দপুর পৌর বিএনপির সভাপতিসহ তিনজন বহিষ্কার
নীলফামারী প্রতিনিধি : ১৯ ফেব্রুয়ারির প্রথম দফা উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সৈয়দপুর পৌর বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বিএনপির সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি আব্দুল গফুর সরকার জানান, শনিবার রাতে দলীয় এক সভায় সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের জন্য তাদের বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বহিষ্কৃতরা হলেন- পৌর বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম বাবু, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি কায়ছার আলী ও ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আখতার হোসেন ফেকু।
(দ্য রিপোর্ট/এএম/এএস/সা/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)