নড়াইল প্রতিনিধি : ভিক্ষুকমুক্ত নড়াইল গড়তে ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করেছেন ঢাকা ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ২৩ সদস্যের প্রতিনিধি দল।

শুক্রবার (৭ এপ্রিল) বেলা ১১টায় নড়াইল পৌরসভার কুড়িরডোপ মাঠ এলাকায় এসব কার্যক্রম পরিদর্শন করেন তারা।

যারা ভিক্ষাবৃত্তির সাথে জড়িত ছিলেন তাদের কিভাবে পুনর্বাসনের মাধ্যমে স্বাবলম্বী করে তোলা হয়েছে এসব বিষয়ে তথ্য গ্রহণ করেন।

এ সময় নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সিদ্দিকুর রহমান, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. আনিসুর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান, সাংবাদিক কার্তিক দাসসহ সংশ্লিষ্ট কার্যক্রমের সাথে জড়িতরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ফেব্রুয়ারি মাস থেকে ভিক্ষুকমুক্ত নড়াইলের কার্যক্রম শুরু হয়। জেলায় ৭৯৮ জন ভিক্ষুক শনাক্ত করে তাদের বিভিন্নভাবে পুনর্বাসন করা হয়েছে।

(দ্য রিপোর্ট/একেএ/এমএইচএ/এনআই/এপ্রিল ০৭, ২০১৭)