নীলফামারী প্রতিনিধি : নীলফামারী সদরের পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মেঘনা (৮) নামে এক শিশু নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও পাঁচজন। রবিবার বিকেলে নীলফামারী-ডোমার সড়কের পলাশবাড়ীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেঘনা নীলফামারী সদর উপজেলার সিংদই গ্রামের মমিনুর রহমানের মেয়ে।

আহতরা হলেন- অটোরিক্সার যাত্রী মেঘনার দাদা ফজর আলী (৫৫), দাদী ময়না বেগম (৫০), মা সুমি বেগম (২৫), মেঘনার বড় ভাই রাকিব হোসেন (১২) ও অটোরিক্সাচালক আবুল কালাম (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, পলাশবাড়ী হরীতকীতলা থেকে ছেড়ে আসা অটোরিক্সাটিকে পলাশবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় মোড়ে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মেঘনা মারা যান। আহত হন পাঁচজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

নীলফামারী থানার উপ-পরির্দশক (এসআই) রিয়াজুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত মেঘনার মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ট্রাক্টরটি আটক করে। চালক পলাতক।

(দ্য রিপোর্ট/এএএম/এফএস/এএস/সা/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)