‘জেএমবি সদস্য ছিনতাই, আল কায়েদার এজেন্টদের তৎপরতার ইঙ্গিত’
দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। আজকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩ জেএমবি সদস্যকে যেভাবে ছিনতাই করে নিয়ে গেছে। এ ঘটনা কিন্তু আল কায়দার এজেন্টদের এ দেশের তৎপরতার ইঙ্গিত দেয়।’
রাজধানীর খিলগাঁও জোড় পুকুর মাঠে ঢাকা মহানগরের ৩টি থানা, ৭টি ওয়ার্ড ও ৩টি ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, ‘জামায়াত-হেফাজত আল কায়দার এজেন্ট, বিএনপি ভাবশিষ্য। বঙ্গবন্ধুর হত্যার মধ্য দিয়ে এ দলটির জন্ম। এরা সব হত্যাকাণ্ড চালিয়েছে। এদের ভাষা ও অবয়ব সবই এক। বাংলাদেশকে কোনো অবস্থাতেই তালেবানি রাষ্ট্র বানাতে দেওয়া হবে না।’
এ সময় এদের রুখে দাঁড়াতে শক্তিশালী সংগঠন গড়ে তোলার তাগিদ দেন নগর আওয়ামী লীগের এ নেতা।
তিনি বলেন, ‘বিএনপি আজকে যে শান্তিপূর্ণ রাজনীতি করছে এটা তাদের স্থায়ী রূপ নয়, অস্থায়ী রূপ। তারা আবার যেকোনো সময় দেশে নৈরাজ্য সৃষ্টি করতে পারে। আজকে কেউ মধ্যবর্তী নির্বাচনের কথা বলেন, কেউ সংলাপের কথা বলেন। কিন্তু সাধারণ মানুষ দেখেছে ৫ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে অস্থিতিশীল অবস্থা থেকে বাংলাদেশে শান্তি ফিরে এসেছে। সাধারণ মানুষ শান্তি ফিরে পেয়েছে। এটাই মানুষ দেখে। নির্বাচন নিয়ে মানুষের এত মাথা ব্যথা নেই।’
জাতীয় সঙ্গীতের সঙ্গে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এর পর কোরআন তেলাওয়াত করা হয়। উদ্বোধনী বক্তব্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ। দীর্ঘ ৯ বছর পর খিলগাঁও, সবুজবাগ, মুগদা থানা ও ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ নম্বর ওয়ার্ড এবং মাণ্ডা, দক্ষিণগাঁও, নাসিরাবাদ ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- খিলগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি আলমগীর চৌধুরী।
সভায় আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, মুকুল চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সহিদুল ইসলাম মিলন ও স্থানীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী প্রমুখ।
(দ্য রিপোর্ট/এইউএ/এনডিএস/সা/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)