দ্য রিপোর্ট প্রতিবেদক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেদখল হওয়া হল উদ্ধারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ। হলগুলো উদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

কাজী ফিরোজ রশীদ রবিবার দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ে আসেন। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হলগুলো প্রভাবশালীরা ক্ষমতার দাপটে দীর্ঘদিন ধরে দখল করে রেখেছেন। আর শিক্ষার্থীরা কষ্ট করে ভাড়া বাসায় থাকছেন। তাই শিক্ষার্থীদের এই আন্দোলন ন্যায্য আন্দোলন। শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে এ এলাকার সর্বস্তরের মানুষেরও সমর্থন রয়েছে। আপনারা আন্দোলন চালিয়ে যান, আপনাদের আন্দোলনের সঙ্গে আমিও আছি।’

কাজী ফিরোজ রশীদ আরও বলেন, ‘দখলদাররা যত শক্তিশালী হোক না কেন, এবার তাদের হটাতেই হবে। আমি এ ব্যাপারে সংসদে আলোচনা করব। ছাত্র প্রতিনিধিদের সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের হলগুলো ফেরত দিতে গ্রহণযোগ্য সমাধানের জন্য প্রধানমন্ত্রীর সঙ্গেও আলোচনা করব।’

(দ্য রিপোর্ট/এলআরএস/এপি/এসকে/সা/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)